• হোম > বাংলাদেশ > রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট খোলে শিবিরকর্মী মাহদি

রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট খোলে শিবিরকর্মী মাহদি

  • শুক্রবার, ১ জুলাই ২০২২, ১০:০৫
  • ৪৭১

ছবি: সংগৃহীতপদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলার ভিডিও ভাইরালের ঘটনায় মাহদি হাসান (২৭) নামে আরও একজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। উদ্দেশ্যমূলকভাবে ওই যুবক রেঞ্জ দিয়ে নাট খোলে বলে জানায় পুলিশ।

রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট খোলে শিবিরকর্মী মাহদি

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ২৬ জুন মাহদি ও তার সহযোগী নাট -বল্টু খোলার ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পুলিশ জানায়, মাহদি শিবিরের সঙ্গে জড়িত।

সিটিটিসি প্রধান জানান, গ্রেফতার মাহদি তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র। সেখানে ছাত্র অবস্থায় সে শিবিরের কর্মী ছিল। সেই মাদ্রাসা থেকে দাখিল আলিম পাসের পর সে কবি নজরুল কলেজে ভর্তি হয়। তবে রাজনৈতিক মতাদর্শের কারণে সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। তবে পড়াশোনা না করলেও সে গ্রামের বাড়িতে থাকত না, ঢাকাসহ বিভিন্নস্থানে থাকত।

মো. আসাদুজ্জামান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহদি স্বীকার করেছে যে রেঞ্জ দিয়ে সে প্রথমে নাট খুলে লুজ করেন। এরপরে হাত দিয়ে খুলে ভিডিও বানায়।

এর আগে রোববার (২৬ জুন) সন্ধ্যায় পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক বানানো বায়েজিদ তালহাকে রাজধানীর শান্তিনগর থেকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120780 ,   Print Date & Time: Sunday, 7 September 2025, 07:41:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group