• হোম > অন্যান্য দল | রাজনীতি > মানুষ হাহাকার করলেও সরকারের খেয়াল নেই : নুর

মানুষ হাহাকার করলেও সরকারের খেয়াল নেই : নুর

  • শুক্রবার, ১ জুলাই ২০২২, ১১:১৯
  • ৩৬০

 ডাকসুর সাবেক ভিপি নুরুল হক

মানুষ ত্রাণের জন্য, খাবারের জন্য হাহাকার করলেও সেদিকে সরকারের কোনো খেয়াল নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

নুর বলেন, সরকার গণমাধ্যমসহ সবকিছুকে পদ্মা সেতু নিয়ে ব্যস্ত রেখেছে। পদ্মা সেতু অবশ্যই গর্বের প্রতীক, আমরা এর পক্ষে। কিন্তু সরকার এটা নিয়ে এত অতিকথন করেছে, যা নিয়ে দেশের মানুষ বিরক্ত হচ্ছে।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সরকার টাকা খরচসহ কলেজ-বিশ্ববিদ্যালয়, সরকারি অফিসকে নির্দেশনা দিয়ে ১০ লাখ মানুষকে নিয়ে একটা মহোৎসব করতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, সেখানে ১ লাখ মানুষও হয়নি। তাদের উপস্থিতিতেই বোঝা যায় এ সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120805 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 02:56:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group