• হোম > আন্তর্জাতিক > ভারতে ভূমিধসে নিহত ১৪, অর্ধশতাধিক নিখোঁজ

ভারতে ভূমিধসে নিহত ১৪, অর্ধশতাধিক নিখোঁজ

  • শুক্রবার, ১ জুলাই ২০২২, ১১:৪৪
  • ৪৭৩

ফাইল ছবি

ভারতের মনিপুর রাজ্যে ভূমিধসে অন্তত ১৪ জনের প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। প্রবল বৃষ্টির কারণে এই ধসের ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মনিপুরের ননী জেলায় টুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন সাইটের কাছে একটি সেনা ক্যাম্পে বুধবার গভীর রাতে ওই ভূমি ধসের ঘটনা ঘটে।

জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি রেললাইন নির্মাণ কাজের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে টেরিটোরিয়াল আর্মির সদস্যদের মোতায়েন করা হয়েছিল। ভূমিধস যখন হয়, তারা তখন তাঁবুর ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের অন্তত সাতজন টেরিটোরিয়াল আর্মির সদস্য বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, বৃহস্পতিবার সকালে কাদা-মাটিতে চাপা পড়া ১৯ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা, লাশ উদ্ধার করা হয় ১৪ জনের। কিন্তু ভারি বৃষ্টির কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেট হাউলিয়ানলাল গুইতে রয়টার্সকে বলেছেন, ওই ক্যাম্পে সেনা সদস্য ও রেলকর্মী মিলিয়ে মোট ৮১ জন ছিলেন। ১৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিদের পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120814 ,   Print Date & Time: Thursday, 15 January 2026, 09:53:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group