• হোম > বিনোদন > নিজের গোপন তথ্য জানালেন কোয়েল

নিজের গোপন তথ্য জানালেন কোয়েল

  • শুক্রবার, ১ জুলাই ২০২২, ১২:০২
  • ৩৮১

সিনেমার পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২২ লাখ, ফেসবুকে ১৩ লাখ, টুইটারে ১৪ লাখ। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় নানা কিছু আপলোড করেন তিনি। কখনও তার ছবির খবর, কখনও মডেলিংয়ের ছবি, কখনও আবার পারিবারিক মুহূর্ত বা ছেলের সঙ্গে কাটানো মুহূর্ত তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার ছিল বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস। সে উপলক্ষে কোয়েল জানালেন সোশ্যাল মিডিয়া ঘিরে তার কিছু গোপন তথ্য।

কোয়েল জানান, বর্তমানে তার প্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ইনস্টাগ্রাম। আর ২০১১ সালে তিনি প্রথমবার টুইট করেন। ‘পাগলু’র শুটিংয়ের সময় তার প্রচণ্ড কনজাংটিভাইটিস হয়েছিল। সেটি জানাতেই টুইট করেছিলেন।

তিনি জানান, সবার সঙ্গে যোগাযোগ রাখতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়েন করেছিলেন।

এছাড়া সবাইকে বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবসের শুভেচ্ছা জানান কোয়েল। দায়িত্ব সহকারে সবাইকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আবেদন জানান এ নায়িকা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120820 ,   Print Date & Time: Monday, 27 October 2025, 08:38:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group