• হোম > আন্তর্জাতিক > ভাঙল ২৩৩ বছরের ইতিহাস, আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি

ভাঙল ২৩৩ বছরের ইতিহাস, আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি

  • শুক্রবার, ১ জুলাই ২০২২, ১৫:৩২
  • ৪০৬

ছবি: সংগৃহীতদীর্ঘ২৩৩ বছরের ইতিহাস ভেঙে মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে শপথ নিলেনন কেতানিজ ব্রাউন জ্যাকসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার শপথ নেন তিনি। দেশটির ২৩৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনও কৃষ্ণাঙ্গ নারী সর্বোচ্চ আদালতের বিচারপতি হলেন।

৫১ বছর বয়সী জ্যাকসন এমন সময় সুপ্রিম কোর্টে যোগ দিলেন, যখন সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের বিরুদ্ধে আদালতের রায়ের ক্ষেত্রে তাদের প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে এখন ৬-৩ ব্যবধানে রক্ষণশীলরা এগিয়ে আছেন। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120842 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:31:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group