• হোম > শিক্ষাঙ্গন > ১০২তম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

১০২তম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

  • শুক্রবার, ১ জুলাই ২০২২, ১৬:২১
  • ৪৩১

ছবি: সংগৃহীতনানা আয়োজনে পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিবসটি উদযাপন উপলক্ষে উপাচার্য ভবন, কার্জন হল, কলা ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্রে আলোকসজ্জা করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের খেলার মাঠে জমায়েত হন। সেখানে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো, কেক কাটা, সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়। পরে সেখান থেকে টিএসসিতে যান তারা। সেখানে ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

১৯২১ সালের এই দিনে যাত্রা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়টির।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120856 ,   Print Date & Time: Thursday, 1 January 2026, 08:46:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group