• হোম > জাতীয় > শিক্ষকের গলায় জুতার মালা জাতির চরম অসভ্যতার পরিচয়: পরিকল্পনামন্ত্রী

শিক্ষকের গলায় জুতার মালা জাতির চরম অসভ্যতার পরিচয়: পরিকল্পনামন্ত্রী

  • শনিবার, ২ জুলাই ২০২২, ০৯:৫৫
  • ৩৯৮

ছবি: সংগৃহীতশিক্ষক হত্যার ঘটনা জাতীয় লজ্জা। আর শিক্ষকের গলায় জুতার মালা পরানো জাতির চরম অসভ্যতার পরিচয়। এ মন্তব্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের।

শুক্রবার (১ জুলাই) সকালে এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের মানুষিক উৎকর্ষ সাধনে নতুন করে ভেবে দেখার সময় এসেছে।

এসময় বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন পরিকল্পনামন্ত্রী। বলেন, এতে কোনো বিশেষ গোষ্ঠীকে বিবেচনায় রাখা হয়নি, এটি নৈতিকভাবে সমর্থনযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু আইনে কোনো বাধা নেই।

এসময় হাওর অঞ্চলে বন্যার বিষয়ে মন্ত্রী জানান, সেখানে উঁচু বাধের কোনো সড়ক হবে না। পানি যেন সহজে নেমে যেতে পারে সেজন্য বানানো হবে ফ্লাইওভার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120877 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 08:23:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group