• হোম > খেলা > ওপেনিং জুটিতে দেখা যেতে পারে নতুন কাউকে

ওপেনিং জুটিতে দেখা যেতে পারে নতুন কাউকে

  • শনিবার, ২ জুলাই ২০২২, ১১:১৮
  • ৩৬০

 ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ (২ জুলাই) ডমিনিকায় হবে প্রথম ম্যাচ। এর আগে সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ইঙ্গিত দিলেন ক’দিন আগেই অভিষেক হওয়া মুনিম শাহরিয়ারের সঙ্গে দেখা যেতে পারে দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয়কে।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় মুনিম এখনো নতুন। বিজয় আসলো মাত্রই অনেক দিন পরে। ওদেরকে ভালো সময় দিতে হবে। একই সাথে টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব ফিডব্যাকটা দেওয়ার ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে। তারা যেন সুযোগগুলো সঠিকভাবে পায়। এটা নিশ্চিত করা জরুরি।’

‘আমার তরফ থেকে চেষ্টা থাকবে তারা যেন সুযোগগুলো যথাযথভাবে পায় এবং নিজেদের খেলাটা খেলতে পারে। আমি আশাবাদী তারা সুযোগ পেতে যাচ্ছে এবং তারা ভালো করবে। ’

ম্যাচের ৩৬ ঘণ্টা আগে ভেন্যু ডমিনিকায় এসে পৌঁছায় বাংলাদেশ দল। এরপর বৃষ্টির কারণে এখানে অনুশীলনও করতে পারেনি তারা। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন, তাদের এগিয়ে থাকতে হবে মানসিকভাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120911 ,   Print Date & Time: Monday, 12 January 2026, 02:46:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group