• হোম > ঢাকা | বাংলাদেশ > টিকিটের জন্য অপেক্ষা, স্টেশনেই পড়াশোনা ইমতিয়াজের

টিকিটের জন্য অপেক্ষা, স্টেশনেই পড়াশোনা ইমতিয়াজের

  • শনিবার, ২ জুলাই ২০২২, ১১:২৪
  • ৪১৯

ছবি: সংগৃহীতকোরবানি ঈদকে সামনে রেখে শুক্রবার (১ জুলাই) সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট শুরু হয়েছে। টিকিট পেতে একদিন আগে থেকেই স্টেশনে ভিড় করেছেন অনেকেই। স্টেশনেই রাত কাটিয়েছেন তারা। তাদের মধ্যে একজন ইমতিয়াজ মাহমুদ।

জানা গেছে, টিকিট পেতে শুক্রবার রাতেই কমলাপুরে এসেছেন মাদরাসা শিক্ষার্থী ইমতিয়াজ। রাতে এলেও টিকিটি পেতে তাকে ভোরের অপেক্ষা করতে হবে। তাই সময় কাজে লাগাতে স্টেশনেই পড়াশোনা শুরু করেন তিনি।
ইমতিয়াজ জানান, অগ্রিম টিকিট পেতে রাতেই এসেছি। কারণ পরের দিন আমার পরীক্ষা। তাই সময় নষ্ট না করে পড়াশোনা করছি।

তিনি বলেন, সকাল ৮টা মধ্যে টিকিট বিক্রি শুরু হলে, আশা করছি এক ঘণ্টার মধ্যে পেয়ে যাব। এরমধ্যে টিকিট না পেলে পরীক্ষায় অংশ নিতে পারবো কিনা বলতে পারছি না।

এদিকে শনিবার (২ জুলাই) কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন দেখা গেছে। টিকিট কাউন্টার থেকে লাইন শুরু হয়ে কাউন্টার করিডোরের বাইরে চলে গেছে এই লাইন।

উল্লেখ্য, ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120913 ,   Print Date & Time: Sunday, 2 November 2025, 01:32:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group