• হোম > আন্তর্জাতিক > দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর

দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর

  • শনিবার, ২ জুলাই ২০২২, ১৪:৩২
  • ৩৪২

ছবি: সংগৃহীতবাংলাদেশে দায়িত্ব পালন করে এবার ভারতের যুক্তরাজ্য মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন বিক্রম দোরাইস্বামী; আর তার শূন্যস্থান পূরণে ঢাকায় আসতে পারেন সুধাকর ডালেলা। ভারতের সংবাদপত্র হিন্দুস্থান টাইমস শনিবার এই খবর দিয়েছে। রীভা গাঙ্গুলী দাশের উত্তরসূরি হয়ে দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনার হয়ে আসেন দোরাইস্বামী। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, লন্ডনে গায়ত্রী ইশার কুমারের উত্তরসূরি হতে দোরাইস্বামীর যাওয়া ঠিক হয়ে গেছে। পেশাদার কূটনীতিক দোরাইস্বামী বাংলাদেশে আসার আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। দিল্লি ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্র দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120946 ,   Print Date & Time: Sunday, 13 July 2025, 02:23:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group