• হোম > > অভিযোগ নেই অনলাইন টিকিটে, পেলে ব্যবস্থা: রেলমন্ত্রী

অভিযোগ নেই অনলাইন টিকিটে, পেলে ব্যবস্থা: রেলমন্ত্রী

  • শনিবার, ২ জুলাই ২০২২, ১৬:২১
  • ৪৫০

ট্রলি সরবরাহ অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

ঈদুল ফিতরের সময় অনলাইনে ট্রেনের টিকিট কাটা নিয়ে বিভিন্ন অভিযোগ পাওয়া গেলেও এবারের ঈদুল আজহায় অনলাইনে নির্বিঘ্নে টিকিট পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, গণমাধ্যমে দেখলাম, অনেকেই অনলাইন মাধ্যমে টিকিট কাটতে পেরেছেন। তারপরও এবার অনলাইন টিকিটে ফাঁকফোকর পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য উন্নতমানের ট্রলি সরবরাহ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। চীন থেকে আমদানি করা উন্নতমানের ৫০টি ট্রলি হস্তান্তর করে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

তিনি বলেন, একসময়ে স্টেশনগুলোতে যাত্রীদের মালামাল আনা-নেওয়া করতেন কুলিরা। এখন সেটা নেই। স্টেশনে লাগেজ-ব্যাগ আনা-নেওয়ায় অত্যন্ত উন্নতমানের ট্রলি উপহার দিয়েছে ইসলামী ব্যাংক।

তিনি আরও বলেন, কয়েকদিন পর ঈদুল আজহা, যাত্রীদের প্রধান চাহিদা এখন ট্রেন। এবার পোশাক কারখানার শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন থাকছে। জয়দেবপুর থেকে ওই ট্রেনের টিকিট নেওয়া যাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120961 ,   Print Date & Time: Wednesday, 5 November 2025, 10:04:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group