• হোম > জাতীয় > সাংবাদিকদের সংকট হয় এমন আইন করবে না সরকার: স্পিকার

সাংবাদিকদের সংকট হয় এমন আইন করবে না সরকার: স্পিকার

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ০৯:৪৪
  • ৪২০

ছবি: সংগৃহীতসাংবাদিকদের সংকট হয় এমন আইন সরকার করবে না বলে আশ্বস্ত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন নিয়ে কথা বলতে গিয়ে এ আশ্বাস দিয়েছেন।

শনিবার (২ জুলাই) বাংলা একাডেমিতে আয়োজিত ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) তৃতীয় সম্প্রচার সম্মেলনে স্পিকার এ আশ্বাস দেন। অন্যদিকে প্রস্তাবিত এ আইন নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও বলেন, সাংবাদিকরা যেভাবে চাইবে সেভাবেই হবে আইন।

‘জনস্বার্থ সাংবাদিকতা, সংবাদকর্মীর সুরক্ষা’ স্লোগানে হওয়া বিজেসির এ সম্মেলন পরিণত হয় সম্প্রচার সংবাদের মানুষের মিলনমেলায়। মহামারির পরে সহকর্মী-বন্ধুদের আড্ডায় উদ্যমী সময় কেটেছে সম্প্রচারমাধ্যমের সাংবাদিকদের।

এদিন সকালে জাতীয় সঙ্গীতে দিয়ে শুরু হয় আয়োজন। আলোচনা পর্বে উঠে আসে সাংবাদিকের সংকট, সম্ভাবনা। মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে যে সাংবাদিক ভয়াবহ আগুনের সামনে চলে যান, মহামারির মধ্যেও সবার সুরক্ষা নিয়ে যারা তৎপর, তার অধিকার নিয়েই তালবাহানা। সেই অধিকার, সুরক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিতের বিষয়গুলো ছিল আলোচনায়।

বর্ণিল আয়োজন বিজেসি সদস্যদের মধ্যে সেরা প্রতিবেদক, চিত্রগ্রাহক, ভিডিও সম্পাদক ও প্রযোজনা বিভাগে সম্মাননা দেয়া হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120973 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:58:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group