• হোম > বিএনপি | রাজনীতি > ‘এবার ফাইনাল খেলবে বিএনপি’

‘এবার ফাইনাল খেলবে বিএনপি’

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ১০:০৮
  • ৪৭৬

ছবি: সংগৃহীতঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, এবার আর কোনো টেস্ট খেলা হবে না। এবার হবে ফাইনাল খেলা। সরকারের পতন ঘটিয়ে, দেশের গণতন্ত্র ফিরিয়েই আমরা ঘরে ফিরব।

শনিবার (২ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলা নিরা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর এলাকার ২৯, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীতে যাতে ত্যাগী-যোগ্য ও সাহসীরা সামনে আসতে পারেন, এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল থেকে নেতৃত্ব নির্বাচনের গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন।

আমানউল্লাহ আমান বলেন, সামনের আন্দোলন হবে আমাদের মুক্তির আন্দোলন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আওয়ামী লীগকে দেশের জনগণ আর বিশ্বাস করে না। তাদের ফাঁদে জনগণের দল বিএনপি আর পা দেবে না।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম মতিন প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120981 ,   Print Date & Time: Saturday, 1 November 2025, 05:43:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group