• হোম > বিনোদন > এক রাতের জন্য গর্ভপাত করাতে হয় কুবরাকে

এক রাতের জন্য গর্ভপাত করাতে হয় কুবরাকে

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ১০:২৩
  • ৩৭২

ছবি: সংগৃহীতস্যাকরেড গেম’খ্যাত বলিউড অভিনেত্রী কুবরা সাইত। ২০১৩ সালে এক বন্ধুর সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড করেছিলেন। পরবর্তী সময়ে গর্ভপাত করাতে হয়েছে তাকে। স্যাকরেড গেমস সিরিজে ট্রান্স মহিলা কুকু-র চরিত্রে অভিনয় করা কুবরা সাইত তাঁর বই “ওপেন বুক: নট এ কোয়াইট বইটি প্রকাশ পেয়েছে। এতে বেঙ্গালুরুতে তার ছোটবেলা কাটানো, শারীরিক সমস্যার কারণে মানুষের সঙ্গে মিশতে না পারা ও একজন শিল্পী হিসেবে সাফল্য নিয়ে নানা কথা বলেছেন। বইটির ‘আই ওয়াজ নট রেডি টু বি অ্যা মাদার’ অধ্যায়ে বন্ধুর সঙ্গে এক রাত কাটানো ও এরপর গর্ভবতী হওয়া এবং গর্ভপাত বিষয়ে কথা বলেছেন তিনি।

এক সাক্ষাৎকারে এই ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, এক সপ্তাহ পর আমি গর্ভপাত করার সিদ্ধান্ত নিই। মা হওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার জীবন যেভাবে সাজাতে চেয়েছিলাম সেটির জন্য এটি সম্ভব ছিল না। ২৩ বছর বয়সে বিয়ে ও ৩০ বছর বয়সে বাচ্চা নেওয়ার কোনো চাপ ছিল না।

কুবরা তাঁর বইতে লিখেছেন, ২০১৩ সালে তিনি এবং তাঁর সঙ্গীরা আন্দামানে ছুটি কাটাতে গিয়েছিলেন৷ সেসময় তাঁরা রাতে স্কুবা ডাইভিংয়ের পর পানীয়ের আড্ডায় মেতে ওঠেন৷ এরপর সেই রাতে একজন বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠও হন তিনি৷ পরে পিরিয়ড বন্ধ হওয়া শুরু হলে তিনি পরীক্ষা করান এবং দেখেন যে তিনি গর্ভবতী৷ কুবরা লেখেন, এক সপ্তাহ পরে, আমি গর্ভপাতের সিদ্ধান্ত নিই৷ আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। তখন তার বয়স ছিল ৩০ বছর। তিনি এই বইতে নিজের জীবনের বেশির ভাগ কাহিনীকেই খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন৷ তিনি এও জানিয়েছেন কিশোর বয়সে একটি ভুল নির্ণয়ের পর তাঁর কাছে গর্ভপাত ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় ছিল না৷

কুবরা সাইতের জন্ম ভারতের বেঙ্গালুরুতে। পাঁচ বছর বয়সে প্রথম মঞ্চে ওঠেন কুবরা৷ আট বছর হতে না হতেই অন্যদের কটাক্ষের শিকার হতে শুরু করেন তিনি৷ এরপর ১৩ বছর বয়সে তিনি একটি পার্সোনালিটি ডিসকভার প্রোগ্রামে অংশ নেন যা তাঁর জীবনকে আমুল বদলে দেয়৷ সালমান খানের রেডি সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় তার অভিষেক হয়। এরপর সুলতান, জওয়ানি জানেমান, ডলি কিটি অউর ওহ চামাকতে সিতারে, সিটি অব লাইফ সিনেমায় তাকে দেখা গেছে। তবে নেটফ্লিক্সের স্যাকরেড গেম ওয়েব সিরিজের মাধ্যমে বিশেষ পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120985 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 05:45:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group