• হোম > জাতীয় > ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে: কেরাণীগঞ্জের টোল প্লাজায় যানবাহনের ভিড় কম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে: কেরাণীগঞ্জের টোল প্লাজায় যানবাহনের ভিড় কম

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ১১:৩০
  • ৫২২

 ছবি: সংগৃহীত

একদিনের ব্যবধানে বিপরীত চিত্র ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কেরাণীগঞ্জের টোল প্লাজায়। টোল আদায়ের প্রথম দিনে টোল প্লাজায় দীর্ঘ গাড়ির সারি থাকলেও শনিবার ছিল একেবারেই ফাঁকা। ছিল না কোনো যানজট।

তাতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। ধলেশ্বরী টোল প্লাজায় ৫টি টোল বুথে আদায় হচ্ছে টোল। ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন ও পণ্যবাহী গাড়ি সহজেই টোল দিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে। ১ জুলাই থেকে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে টোল আদায়ের কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। ৫৫ কিলোমিটার সড়কে মোট ৬টি স্থানে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও বর্তমানে ধলেশ্বরী ও ফরিদপুরের ভাঙ্গা অংশে দুইটি স্থানে টোল আদায় হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121005 ,   Print Date & Time: Friday, 1 August 2025, 04:10:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group