• হোম > জাতীয় > ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন : ভারতীয় হাইকমিশন

ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন : ভারতীয় হাইকমিশন

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ১২:১০
  • ৩৪৫

ছবি: সংগৃহীতভারতে ভ্রমণ ভিসায় ঘুরে আসার মেয়াদ তিন মাস পূর্ণ না হলে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফিরিয়ে দেওয়ার খবর ভিত্তিহীন। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ার কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে, মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যদি তাদের পূর্ববর্তী ভারত সফর তাদের বর্তমান ভ্রমণের আগের তিন মাসের মধ্যে হয়।’

‘ভারতীয় হাইকমিশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি।’

‘বাংলাদেশি বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় এ ধরনের মিথ্যা পোস্ট এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে,’- বলা হয় ভারতীয় হাইকমিশনের ওই পোস্টে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121015 ,   Print Date & Time: Sunday, 26 October 2025, 10:57:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group