• হোম > শিক্ষাঙ্গন > ঢাবি ‘গ’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ, পাসের হার ১৪.৩০ শতাংশ

ঢাবি ‘গ’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ, পাসের হার ১৪.৩০ শতাংশ

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ১৩:৩৯
  • ৪৬৯

ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ২৮৯ জন। পাসের হার ১৪.৩০ শতাংশ। ফেল করেছেন ৮৫.৭০ শতাংশ শিক্ষার্থী।

রবিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফলাফল ঘোষণা করেন।

গ ইউনিটের সিট সংখ্যা ৯৩০টি। এর বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।

যেভাবে রেজাল্ট জানা যাবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে রেজাল্ট জানা যাবে। ওই লিংকে গিয়ে শিক্ষার্থীদের ড্যাশবোর্ডে লগইন করতে হবে। শিক্ষার্থীদের নিজের ড্যাসবোর্ডে প্রবেশ করতে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার কিছু তথ্য প্রয়োজন হবে।

এছাড়া ঢাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ঢাবির ডিন অফিসে প্রদর্শিত করা হবে।

অন্যদিকে আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে ভর্তির রেজাল্ট জানতে পারবেন। গ-ইউনিটের ভর্তির রেজাল্ট জানতে মেসেজে লিখতে হবে- DU>Space> GA> Space> Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।

মোবাইলের ফিরতি মেসেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফল জানতে পারবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121021 ,   Print Date & Time: Thursday, 18 December 2025, 04:30:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group