• হোম > আইন-অপরাধ | জাতীয় > পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ চলছে: দুদক মহাপরিচালক

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ চলছে: দুদক মহাপরিচালক

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ১৪:১২
  • ৩৫৪

দুদক মহাপরিচালক (মানিলন্ডারিং) মাহমুদুল হোসাইন খান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং) মাহমুদুল হোসাইন খান বলেছেন, ‌‘বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে মানিলন্ডারিং আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

রবিবার (৩ জুলাই) সকালে দুদকের চাঁদপুর জেলার সমন্বিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদক মহাপরিচালক বলেন, ‘পাচার অর্থ ফিরিয়ে আনতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। বিদেশি রাষ্ট্রগুলোর কাছে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়। যদি বিদেশি রাষ্ট্র সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করে, তাহলে টাকাগুলো উদ্ধারে পদক্ষেপ নেওয়া সম্ভব। আমরা সেই চেষ্টাই করছি।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ।।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121027 ,   Print Date & Time: Wednesday, 22 October 2025, 12:58:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group