• হোম > বিএনপি | রাজনীতি > ‘হাইকোর্ট ঘেরাওয়ের হুঁশিয়ারি, ঈদের নামাজও পড়তে দেওয়া হবে না’

‘হাইকোর্ট ঘেরাওয়ের হুঁশিয়ারি, ঈদের নামাজও পড়তে দেওয়া হবে না’

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ১৬:৩৩
  • ৭৬১

ছবি: সংগৃহীতআলেমদের মুক্তি না দিলে হাইকোর্ট ঘেরাও করে সেখানে ঈদের নামাজ পড়তে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী দুদিনের মধ্যে আলেম-ওলামাসহ রাজবন্দিদের মুক্তি না দিলে ১০ হাজার মানুষ নিয়ে হাইকোর্ট ঘেরাও করা হবে। সেখানেই বসে থাকব, ঈদের নামাজ পড়তে দেব না।

তিনি বলেন, মামুনুল হকের পরিবারকে গত ১৫ মাসে মাত্র একবার দেখা করতে দেওয়া হয়েছে। তিনিসহ অন্যান্য আলেমদের তাদের পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া জালেমের কাজ।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রর এই ট্রাস্টি বলেন, মানবিক নাহলে যতই নামাজ, তাহাজ্জুত, কোরআন পড়েন এবং কোরবানি করেন কোনো কাজ হবে না। ক্ষমা পাবেন না। তওবা করেন, আলেমদের মুক্তি দেন।

খালেদা জিয়ার ‍মুক্তির বিষয়ে ডা. জাফরুল্লাহ বলেন, হাজি সেলিমকে প্যারোলে মুক্তি দিতে পারেন, খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখাতে পারেন না। আপনারা সবসময় দ্বিচারিতা করছেন। এগুলো বন্ধ করুন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121041 ,   Print Date & Time: Wednesday, 15 October 2025, 01:09:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group