• হোম > আন্তর্জাতিক > লুহানস্ক ‘সম্পূর্ণ স্বাধীন’ দাবি রাশিয়ার

লুহানস্ক ‘সম্পূর্ণ স্বাধীন’ দাবি রাশিয়ার

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ১৬:৪০
  • ৫৬৯

 ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক ‘সম্পূর্ণ মুক্ত’ বলে ঘোষণা দিয়েছে রাশিয়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু প্রেসিডেন্টকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে লুহানস্কের শেষ বড় ঘাঁটি লিসিচানস্ক শহরের পতন ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ। তিনি বলেন, গত কয়েকদিন ধরে দোনবাসের কৌশলগত শহরটি দখল নিতে সর্বশক্তি প্রয়োগ করেছে রুশ বাহিনী। তারা সিভারস্কি দোনেতস্ক নদী অতিক্রম করেছে এবং উত্তর দিক থেকে শহরের দিকে আসছে। এটা বড় ধরনের একটা হুমকি। আগামী এক অথবা দুই দিনের মধ্যে বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121043 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:56:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group