• হোম > জাতীয় > সোমবার পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী

সোমবার পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ২০:৩৫
  • ৫১৫

সোমবার পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে সোমবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সফরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যদেরও থাকার কথা রয়েছে। তিনি বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ দিন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী লঞ্চঘাটে নবনির্মিত বঙ্গবন্ধু মেমোরিয়াল ল্যান্ডিং স্টেশন পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বলে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানিয়েছেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121065 ,   Print Date & Time: Wednesday, 28 January 2026, 02:37:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group