• হোম > খেলা > উইকেট-মেডেন পাওয়া মোসাদ্দেককে আর বোলিং না দেওয়ার কারণ জানালেন অধিনায়ক

উইকেট-মেডেন পাওয়া মোসাদ্দেককে আর বোলিং না দেওয়ার কারণ জানালেন অধিনায়ক

  • সোমবার, ৪ জুলাই ২০২২, ১১:১৯
  • ৩৯৬

ছবি: সংগৃহীতব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান যখন হার্ডহিটিং বোলিং করছিলেন, তখনই বোলিংয়ে এসে পুরানকে সাজঘরে পাঠান মোসাদ্দেক। উইকেট-মেডেন আদায় করে নেন মোসাদ্দেক। তবে এই ওভারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাঁকে আর আক্রমণে আনেননি মাহমুদ উল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে এর কারণ জানালেন অধিনায়ক।

মাহমুদ উল্লাহ বলেন, ‘মোসাদ্দেককে আমি অবশ্যই বোলিং করাতাম। কিন্তু রভম্যান পাওয়েল যখন ব্যাটিং করছিল, যেহেতু দুজনই হার্ডহিটার ব্যাটসম্যান। মাটটা ওইপাশে একটু ছোটও ছিল। এজন্য আমি রিস্কটা নিইনি। আমি তাসকিনকে বোলিংয়ে আনি আমি। ওই পাশে সাকিব বোলিং করছিল। ’

তিনি আরো বলেন, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে আমার মনে হয় যে, বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। মোসাদ্দেক আসলো, ১৫-১৬ রানের ছোট্ট একটা ক্যামিও খেলল। উইকেট খুব ভালো ছিল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে ভালো হতো। ’

মোসাদ্দেককে আমি অবশ্যই বোলিং করাতাম। কিন্তু রভম্যান পাওয়েল যখন ব্যাটিং করছিল, যেহেতু দুজনই হার্ডহিটার ব্যাটসম্যান। মাটটা ওইপাশে একটু ছোটও ছিল। এজন্য আমি রিস্কটা নিইনি। আমি তাসকিনকে বোলিংয়ে আনি আমি। ওই পাশে সাকিব বোলিং করছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121104 ,   Print Date & Time: Thursday, 3 July 2025, 05:12:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group