• হোম > শিক্ষাঙ্গন > ঢাবির `ক’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০.৩৯ শতাংশ

ঢাবির `ক’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০.৩৯ শতাংশ

  • সোমবার, ৪ জুলাই ২০২২, ১৩:২৬
  • ৪৪৯

 ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ১ হাজার ৭৮১ জন শিক্ষার্থী। পাসের হার ১০ দশমিক ৩৯ শতাংশ। এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১০ হাজার ৩৭৪ শিক্ষার্থী।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ক’ ইউনিটের ফলাফল প্রকাশ করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। গত ১০ জুন ‘ক’ ইউনিটের পরীক্ষা হয়েছিল।

ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admissions.eis.du.ac.bd) থেকে ফলাফল জানতে পারছেন। এ ছাড়া মুঠোফোনের মেসেজ অপশনে রবি, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে DU KA Roll Noটাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে৷


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121128 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:00:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group