• হোম > স্বাস্থ্যকথা > অণ্ডকোষ লালচে বা ফুলে গেলে করণীয় কী

অণ্ডকোষ লালচে বা ফুলে গেলে করণীয় কী

  • সোমবার, ৪ জুলাই ২০২২, ১৩:৪১
  • ৩৬৮

ছবি: সংগৃহীতঅনেকেই অণ্ডকোষের বিভিন্ন সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে অণ্ডকোষের নানা রোগ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে অণ্ডকোষের নানা রোগ ও প্রতিকার সম্পর্কে বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আজফার উদ্দীন শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। অণ্ডকোষ কী, এর কাজই বা কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আজফার উদ্দীন শেখ বলেন, অণ্ডকোষকে আমরা ইংরেজিতে টেস্টিস বলি, অনেকে বলও বলে থাকে। পুরুষদের অরগান। মেয়েদের এটা থাকে না। এটা শরীরের বাইরে থাকে। সাধারণত পুরুষাঙ্গের নিচে থাকে। প্রধানত এটার দুই কাজ। একটা হচ্ছে বংশ বৃদ্ধির জন্য যে শুক্রাণু, সেটা এই অণ্ডকোষেই তৈরি হয়। আরেকটা কাজ হচ্ছে, এটা হরমোন তৈরি করে। ছেলেদের

যে হরমোন টেস্টোস্টেরন এখানে তৈরি হয়। এটা পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অরগান। অনেক সময় দেখা যায় ছোটবেলা থেকে ছেলে বাচ্চাদের কিছু অসুবিধা হয়ে থাকে, তাদের ইউরিন পাসে অসুবিধা হয়; অনেক সময় দেখা যায় অণ্ডকোষ লালচে বা ফুলে যায়, সে ক্ষেত্রে কী করণীয় বা কেন হয়ে থাকে।

সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আজফার উদ্দীন শেখ বলেন, অণ্ডকোষ যদিও শরীরের বাইরে থাকে, কিন্তু তৈরি হয় পেটের ভেতরে এবং কিডনির দুই পাশে হয়, অনেক উপরে। বাচ্চা যত বড় হতে থাকে মায়ের পেটের ভেতরে অণ্ডকোষটা নরমাল জায়গায় নামতে থাকে উপর থেকে। তো এই যে নামার পথে যে কোনও জায়গায় আটকে যেতে পারে, সেটাকে আমরা অ্যারেস্ট বলি। যদি এ রকম আটকে যায়, তখন এ অসুখটাকে বলে আনডিসেন্ডেড টেস্টিস। অণ্ডকোষটা স্বাভাবিক জায়গায় না থেকে অস্বাভাবিক একটা জায়গায় থাকে। গর্ভাবস্থায় এটা হয় এবং নিচে নামতে থাকে। জন্মের আগে আগে এসে এটার নরমাল পজিশন অণ্ডথলির ভেতরে চলে আসে।

ডা. আজফার উদ্দীন শেখ আরও বলেন, অনেক ক্ষেত্রে জন্মগতভাবে এটা নাও আসতে পারে। পেটের ভেতরে থাকতে পারে অথবা তার উপরে থাকতে পারে, সেটাকে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টিস। এটার ট্রিটমেন্ট করতে হয় বাচ্চাদের। মা-বাবাকে জানতে হবে, ছোট বাচ্চাদের যদি এ রকম দেখেন অণ্ডকোষ অণ্ডথলির ভেতরে নেই, তাহলে অবিলম্বে একজন ইউরোলজিস্টের কাছে নিতে হবে। কারণ, যদি চার বছর বা তারও আগে যদি এটাকে না আনা যায় নির্দিষ্ট জায়গায়, তাহলে অণ্ডকোষ স্বাভাবিক কাজ করতে পারে না। কর্মক্ষমতা হারিয়ে ফেলে। অণ্ডকোষের বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।

এনটিভির 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121132 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 02:45:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group