• হোম > ঢাকা > হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

  • সোমবার, ৪ জুলাই ২০২২, ১৪:৫২
  • ৪১৭

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী মেঘলা আক্তারকে (২০) হত্যা করার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোররাতে টঙ্গীর ৪৭নং ওয়ার্ড মরকুন তিস্তারগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী কবির হোসেন ও দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তারকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

জানা যায়, স্বামী কবির দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মরকুন তিস্তারগেট এলাকায় আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত দুইদিন পূর্বে ১ম স্ত্রী মেঘলা বেড়াতে আসেন। পরে মেঘলার সাথে স্বামী কবিরের পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা দেখা দেয়। একপর্যায় কবির ও দ্বিতীয় স্ত্রী ফাতেমা দু’জনে মিলে ১ম স্ত্রী মেঘলা আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।

নিহত মেঘলা ঢাকা তেজগাঁও নাখালপাড়া এলাকার অপু মিয়ার মেয়ে। এ ঘটনায় টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদের সাথে যোগাযোগ করলে থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121138 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 12:01:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group