• হোম > অর্থনীতি | বিজ্ঞান ও প্রযুক্তি > ৪০০ কোটি টাকা ঋণ নিচ্ছে রবি আজিয়াটা

৪০০ কোটি টাকা ঋণ নিচ্ছে রবি আজিয়াটা

  • সোমবার, ৪ জুলাই ২০২২, ১৬:২৪
  • ৩৯২

৪০০ কোটি টাকা ঋণ নিচ্ছে রবি আজিয়াটা

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত রবি আজিয়াটা ৪০০ কোটি টাকা মেয়াদী ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটি ডাচ-বাংলা ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সোমবার (৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ডাচ-বাংলা ব্যাংকের কাছ থেকে ৩ বছরের মেয়াদে ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একটি চুক্তি সম্পন্ন করেছে।

এই ঋণ নেওয়ার জন্য ডাচ-বাংলা ব্যাংককে নিরাপত্তা হিসেবে কোনও সম্পদের প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এ ছাড়াও এই ঋণ চুক্তির ক্ষেত্রে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরকে (আরজেএসসি) কোনও চার্জ দিতে হবে না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121146 ,   Print Date & Time: Saturday, 10 May 2025, 07:42:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group