• হোম > আওয়ামীলীগ > জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেওয়ার শামিল : হাছান মাহমুদ

জাফরুল্লাহর বক্তব্য আদালতকে হুমকি দেওয়ার শামিল : হাছান মাহমুদ

  • সোমবার, ৪ জুলাই ২০২২, ১৬:৫৩
  • ৫১৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

১০ হাজার মানুষকে নিয়ে হাইকোর্ট ঘেরাও করার যে বক্তব্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী দিয়েছেন, তা আদালতকে হুমকির শামিল বলে মন্তব্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের।

আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘মুজিববর্ষে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে আমাদের একটা মাত্র দাবি দুই দিনের মধ্যে সব আলেম, রাজনৈতিক কর্মীসহ, খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিতে হবে। অন্যথায় আপনারা তৈরি হন, ১০ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করব।’

আজ এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‌‘আদালত ঘেরাওয়ের যে বক্তব্য, সেটি সরাসরি আদালতের প্রতি হুমকিস্বরূপ। আমি জানি না, আদালত সেটিকে কীভাবে বিবেচনা করবেন। এটি আদালতকে হুমকি দেওয়ার শামিল।’

বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের বক্তব্যে মনে হচ্ছে, তাদের একটু মানসিক চিকিৎসার এখন সত্যিই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যেভাবে উদ্ভ্রান্তের মতো কথা বলছেন, বিশেষ করে রিজভী আহমেদকে। তিনি অসুস্থ ছিলেন। আমার মনে হয় পুরোপুরি সুস্থ হননি। সেজন্য অসুস্থ মানুষের মতোই কথা বলেন। আরও একটু চিকিৎসা দরকার আছে বলে আমার মনে হচ্ছে।’

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন। এ ছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121154 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:18:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group