• হোম > আন্তর্জাতিক > বিশ্বের দুঃখী দেশের তালিকায় সপ্তম বাংলাদেশ

বিশ্বের দুঃখী দেশের তালিকায় সপ্তম বাংলাদেশ

  • সোমবার, ৪ জুলাই ২০২২, ১৭:১৪
  • ৫১১

বিশ্বের দুঃখী দেশের তালিকায় সপ্তম বাংলাদেশ
বিশ্বের সবচেয়ে ক্ষুব্ধ, দুঃখী এবং অবসাদগ্রস্ত দেশের তালিকায় সপ্তম স্থানে বাংলাদেশ। আর শীর্ষ দুঃখী দেশের তালিকায় শীর্ষে আফগানিস্তান।

সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ‘গ্যালাপ ২০২২ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’ শীর্ষক এক সমীক্ষায় এ ফল প্রকাশ করেছে।

মূলত নেতিবাচক অভিজ্ঞতার সূচকে যে দেশের স্কোর যত বেশি, সেই দেশের জনগণের বেশির ভাগই এসব আবেগের মুখোমুখি হয়েছেন।

সমীক্ষায় ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ৪৫তম। আর ৫৯ তম স্কোর নিয়ে শীর্ষে আফগানিস্তান।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে গত ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশের মোট এক হাজার মানুষ সরাসরি এই জরিপে অংশগ্রহণ করেন।

তবে বিশ্বজুড়ে ১২২টি দেশের এক লাখ ২৭ হাজার মানুষ জরিপে অংশগ্রহণ করেছেন।

জরিপে অংশগ্রহণকারীদের মতে, ২০২০ সালের তুলনায় গত বছরটি তাদের কাছে বেশি চাপের ছিল।

গ্যালাপের পজিটিভ ইমোশনস সূচকে সর্বোচ্চ ৮৫ স্কোর নিয়ে শীর্ষে আছে পানামা। এছাড়া পজিটিভ ইমোশনস সূচকে ইন্দোনেশিয়া ও প্যারাগুয়ে যৌথভাবে ৮৪ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

পাশাপাশি ইতিবাচক আবেগের এই তালিকায় এল সালভাদর, নিকারাগুয়া ও হন্ডুরাসও যৌথভাবে ৮২ স্কোর নিয়ে তৃতীয় এবং আইসল্যান্ড, ফিলিপাইন ও সেনেগাল ৮১ স্কোর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121158 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:09:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group