• হোম > ধর্ম > হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব

হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব

  • সোমবার, ৪ জুলাই ২০২২, ১৭:২৩
  • ৪৬২

হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

রোববার (৩ জুলাই) দিনরাতে তারা সৌদি আরব পৌঁছেছেন বলে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

দূতাবাস সূত্রে জানা যায়, মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও তিন সচিবকে স্থানীয় সময় রাত ১১টায় জেদ্দা হজ টার্মিনালে স্বাগত জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

দূতাবাস জানায়, হজযাত্রী হিসেবে বাংলাদেশ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও জেদ্দা পৌঁছেছেন। চলতি বছর ৫৮ হাজার বাংলাদেশি হজ পালন করবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121160 ,   Print Date & Time: Tuesday, 16 December 2025, 02:43:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group