• হোম > শিক্ষাঙ্গন > দেশজুড়ে বাড়ছে করোনা, এখনি অনলাইন ক্লাসে যাচ্ছে না জবি

দেশজুড়ে বাড়ছে করোনা, এখনি অনলাইন ক্লাসে যাচ্ছে না জবি

  • সোমবার, ৪ জুলাই ২০২২, ১৮:২৪
  • ৪২৩

দেশজুড়ে বাড়ছে করোনা, এখনি অনলাইন ক্লাসে যাচ্ছে না জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি ধীরে ধীরে বাড়তেছে। সরকারের পক্ষ থেকে আবারো জোরদার করা হচ্ছে স্বাস্থ্যবিধি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঈদের পর অনলাইন পাঠদানের দিকে আগাচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ।

এমন পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোন পন্থা অবলম্বন করবে সে বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ ইমদাদুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমরা ডিন ও চেয়ারম্যানদের সাথে এই বিষয়ে আলোচনা করবো এবং সেইসাথে কোভিড-১৯

এর পরিস্থিতির উপর ভিত্তি করে সরকারের নির্দেশিকা অনুসরণ করে সিদ্ধান্ত জানাবো।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি জোরদার করতে গত ২২ জুন জগন্নাথ বিশ্ববিদ্যায়ের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের উদ্দেশ্য প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।সেখানে সকলের উদ্দেশ্যে স্বাস্থবিধি ও সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121162 ,   Print Date & Time: Saturday, 1 November 2025, 09:58:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group