• হোম > আন্তর্জাতিক > যে শহরের মেয়রকে প্রতি বছরই কুমিরকে বিয়ে করতে হয়

যে শহরের মেয়রকে প্রতি বছরই কুমিরকে বিয়ে করতে হয়

  • মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ০৯:৪৫
  • ৫৬৪

ছবি: সংগৃহীতঘটনাটি মেক্সিকোর। দেশটির ওক্সাকা রাজ্যের সান পেদ্রো হুয়ামেলুলা শহরের মেয়র বিয়ে করলেন কুমিরকে। কুমির বলতে ছোট্ট এক ধরনের কুমির, যেটি মূলত অ্যালিগেটর বলা হয়।

তবে এটি নতুন ওই শহরের জন্য নতুন ঘটনা নয়। কেননা, ওই শহরের মেয়রকে প্রতিবছরই খুব ঘটা করে অ্যালিগেটরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে হয়। শত বছরের রীতি অনুযায়ী, মানবীর মতোই সুন্দর করে সাজানো এক ধরনের অ্যালিগেটরকে কোলে তুলে, চুমু খেয়ে স্ত্রী রূপে বরণ করতে হয়। এবারের পাত্রের নাম বর্তমান মেয়র ভিক্টর হুগো সোসা৷

কিন্তু মানুষ থাকতে অ্যালিগেটর কেন? মেক্সিকোর ওক্সাকা রাজ্যের আদিবাসী অধ্যুষিত সান পেদ্রো হুয়ামেলুলা শহরের চোন্তাল ও হুয়াভে আদিবাসীরা মনে করেন, তাদের শহরপিতা অ্যালিগেটরকে বিয়ে করলে সমৃদ্ধি আসবে। এই বিশ্বাস থেকেই প্রতি বছর অ্যালিগেটরের সঙ্গে মেয়রের বিয়ে দেন তারা।

তাদের বিশ্বাস অনুযায়ী, বরের নেতৃত্বে অ্যালিগেটর কনেকে নিয়ে শহর প্রদক্ষিণ করা হয়। এমন আনুষ্ঠানিকতার কারণ জানাতে গিয়ে সোসা বলেন, “আমরা প্রকৃতির কাছে পর্যাপ্ত বৃষ্টি, খাদ্য এবং নদীতে যথেষ্ট মাছ চাওয়ার জন্য এই অনুষ্ঠান করি।”

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের শহর সান পেদ্রো হুয়ামেলুলার আর্থিকভাবে অসচ্ছল মানুষদের কাছে অ্যালিগেটর-মেয়র বিয়ে মানেই দারুণ এক আনন্দোৎসব।

আর এই বিয়ের পুরো আয়োজন করেন এক নারী, যাকে সবাই ‘গডমাদার’ মানেন। এবার যিনি এই দায়িত্ব পালন করেছেন তার নাম এলিয়া এডিথ আগুইলার।

বিয়ের আয়োজন সম্পর্কে নিজের অনুভূতি জানাতে গিয়ে এলিয়া বলেন,“এই আয়োজন আমাকে খুব আনন্দ দেয়। এটি আমাদের শেকড়ে কথা মনে করিয়ে দিয়ে আমাকে গর্বিত করে।” সূত্র: ডয়েচে ভেলে, ডেইলি সাবাহ


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121189 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 12:20:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group