• হোম > নারী ও শিশু > দুই ছাত্রকে যৌন হয়রানি, গ্রেপ্তার আমির হামজা

দুই ছাত্রকে যৌন হয়রানি, গ্রেপ্তার আমির হামজা

  • মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ১১:৫৬
  • ৫৩০

ছবি: সংগৃহীতরংপুরে দুই শিশু শিক্ষার্থীকে যৌনহয়রানির অভিযোগে আমির হামজা নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, গতকাল সোমবার (৪ জুলাই) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, কাউনিয়া উপজেলার সনাতন গ্রামের সাত বছর বয়সী দুই ছেলেশিশু স্থানীয় উম্মেহানি মডেল মাদরাসায় আরবি পড়ত। তারা সেখানেই থাকত। ওই মাদরাসার শিক্ষক আমির হামজা বেশ কিছুদিন ধরে শিশু দুটিকে যৌন হয়রানি করে আসছিলেন। দুদিন আগে এক শিশুর বড় ভাই ওই মাদরাসায় ছোট ভাইকে দেখতে যায়। সে সময় শিশুটি যৌন হয়রানির কথা ভাইকে জানায়। একই অভিযোগ করে আরও এক শিশু।

তারা জানায়, রাতের বেলায় হুজুর ঘরে ডেকে নিয়ে তাদের যৌন হয়রানি করত। বিষয়টি জানার পর এক শিশুর ভাই বাদী হয়ে কাউনিয়া থানায় রোববার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ভোরে মাদরাসাশিক্ষক আমির হামজাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, আমির হামজা মাদরাসায় পড়তে আসা অনেক শিশুকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদরাসাশিক্ষক যৌন হয়রানির কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121212 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 06:55:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group