• হোম > বিনোদন > আলিয়ার গায়ে ১ লাখ ৪৫ হাজার টাকার মিনি ড্রেস, ডিসকাউন্ট কত?

আলিয়ার গায়ে ১ লাখ ৪৫ হাজার টাকার মিনি ড্রেস, ডিসকাউন্ট কত?

  • মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ১২:২৮
  • ৩৩৪

ছবি: সংগৃহীতবিয়ের আড়াই মাস পর সপ্তাহখানেক আগে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড ডিভা আলিয়া ভাট। বেশ আনন্দেই দিন কাটছে তাঁর।

আর কিছুদিন পরেই আলিয়াকে দেখা যাবে করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণ-এর সপ্তম মৌসুমে। এরই মধ্যে প্রোমো প্রকাশ হয়েছে। ভেতরের খবর জানতে ভক্তরা অপেক্ষায় আছেন। সেখানে উপস্থিত থাকবেন তাঁর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নায়ক রণবীর সিং।

সম্প্রতি আলিয়া ভাট ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁকে গোলাপি পোশাকে দেখা যাচ্ছে। এই পোশাক ভক্তদের নজর কেড়েছে।

কিন্তু আপনি কি জানেন, ওই প্রিন্টেড ফ্লোরাল মিডি ড্রেসের দাম কত? বলিউড বাবল জানাচ্ছে, ম্যাগডা বুট্রিম ব্র্যান্ডের ওই গোলাপি ছোট পোশাকের দাম এক হাজার ৫৫৫ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা এক লাখ ৪৫ হাজার টাকার বেশি। তবে ডিসকাউন্ট রয়েছে। চাইলে আপনিও কিনতে পারেন। ডিসকাউন্টের পর পোশাকটির দাম এক হাজার ৮৮ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা এক লাখ টাকার বেশি।

আগামীতে রণবীর-আলিয়াকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২। এই প্রথম দর্শক বাস্তবের এই যুগলের রোমান্স পর্দায় দেখবেন। এ ছাড়া তাঁর হাতে রয়েছে ‘ডার্লিংস’ ও ‘হার্ট অব স্টোন’ সিনেমা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121228 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 08:41:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group