• হোম > আওয়ামীলীগ | রাজনীতি > বিএনপি কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে: কাদের

বিএনপি কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে: কাদের

  • মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ১৩:৩২
  • ৪৪০

ছবি: সংগৃহীতবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনি এবং আপনার সহকর্মীরা আওয়ামী লীগের নেত্রীকে আক্রমণ করে যে ভাষা প্রয়োগ করেন, এটা কোনো ভদ্রলোকের ভাষা নয়। এটা রাস্তার ভাষা। তারা রাস্তার ভাষায় কথা বলে। আমরা রাজনীতির ভাষায় কথা বলি। এটা হলো তাদের সঙ্গে আমাদের পার্থক্য।

তিনি আরও বলেন, বন্যা দুর্যোগে বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু ভাষণ দেয়। ত্রাণের নামে বন্যার্তদের মুড়ি কলা বিতরণ করে দলটি। তাদের কার্যক্রম ফটোসেশন ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেন ওবায়দুল কাদের। এমন একটি দলের আন্দোলনের সক্ষমতাও নেই বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বন্যাকবলিত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ (চেক) বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121244 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:28:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group