• হোম > ব্যবসা বাণিজ্য > গরুর চামড়ার দাম বাড়ল বর্গফুটে ৭ টাকা

গরুর চামড়ার দাম বাড়ল বর্গফুটে ৭ টাকা

  • মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ১৫:১৯
  • ৪৮৩

ছবি: সংগৃহীতঢাকায় ঈদ উল আযহা উপলক্ষে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে ৭ টাকা বৃদ্ধি করে ৪৭ টাকা থেকে ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে এই মূল্য ৪০ থেকে ৪৪ টাকা।

এছাড়া লবণযুক্ত প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ৩ টাকা বৃদ্ধি করে ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ১২-১৪ টাকা।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঈদ উল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরে সংবাদ সম্মেলনে বিস্তারি তুলে ধরেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

গতবছর খাসির চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা, আর বকরির চামড়া এবারের মত ১২ থেকে ১৪ টাকাই ছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121254 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 03:19:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group