• হোম > জাতীয় | রংপুর > রংপুরে ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪

রংপুরে ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪

  • মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ১৬:২৩
  • ৪৬৮

রংপুরে ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪

রংপুরে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুরের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন অটোচালক রাজা মিয়া (৪৫), গীতা রানি (৬০), শাহজাহান মিয়া (৫৫) এবং ৪ বছরের এক শিশু। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি।

পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল। এদিকে রংপুর থেকে ট্রাকটি পীরগাছা যাচ্ছিল। মাহিগঞ্জে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা হলেন ধরণী (৩০), নবাব (৪৫) ও নবাব আলী (৫৭)। তারা রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশ জব্দ করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121266 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 11:15:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group