• হোম > বিনোদন > মিস ইন্ডিয়া: কে এই ভারত সেরা সুন্দরী?

মিস ইন্ডিয়া: কে এই ভারত সেরা সুন্দরী?

  • মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ১৭:১৮
  • ৪৭৫

মিস ইন্ডিয়া সিনি শেঠি, ছবি: সংগৃহীত

সৌন্দর্যে ভারত জয় করেছেন সিনি শেঠি। মিস ইন্ডিয়ার নতুন মুকুট শোভা পেয়েছে তার মাথায়। ২১ বছর বয়সী এই তরুণী প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্বে ৩১ জন সুন্দরীকে পেছনে ফেলে সম্প্রতি ভারত সেরা সুন্দরী হয়েছেন।

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তার মাথায় মিস ইন্ডিয়ার মুকুট পরিয়ে দেওয়া হয়। এবার তিনিই ভারতের হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেবেন।

মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই মিস ইন্ডিয়া। কিন্তু কে এই সেরা সুন্দরী?

সিনি শেঠির জন্ম মুম্বাইয়ে হলেও তিনি কর্ণাটকের বাসিন্দা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে স্নাতক শেষ করে এখন পেশাদারী কোর্স চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) করছেন। তিনি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পীও।

সিনি শেঠি মাত্র চার বছর বয়সেই নাচের তালিম নেওয়া শুরু করেন। ১৪ বছর বয়সে আরঙ্গেট্রাম ও ভারতনাট্যম আয়ত্ব করে ফেলেন তিনি। এই নাচ দিয়েই তিনি মিস ইন্ডিয়ার বিচারকদের বেশি আকৃষ্ট করতে সক্ষম হন।

এবার মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া ও মিতালি রাজ।

ভারত থেকে এর আগে বেশ কয়েকজন মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছেন। সর্বশেষ ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড হন ভারতের মানুষী ছিল্লার। তিনি এরইমধ্যে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

এখন দেখার পালা নতুন মিস ইন্ডিয়া সিনি শেঠি ভারতকে পুনরায় বিশ্বসুন্দরীর গৌরব এনে দিতে পারেন কি-না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121272 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 10:32:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group