• হোম > রংপুর > রাজারহাটে লায়ন্স ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাজারহাটে লায়ন্স ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

  • মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ১৮:১৭
  • ৪৬৮

রাজারহাটে লায়ন্স ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
 ‘মানবতায় সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে এবারে লায়ন্স ক্লাব সৈয়দপুরের উদ্যোগে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদী এলাকায় ২’শত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। মঙ্গলবার(৫জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট ক্রস বাধে এ ত্রাণ বিতরণের উদ্বোধন করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিক।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব সৈয়দপুরের রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ আব্দুল মান্নান, লায়ন্স স্কুল এন্ড কলেজ সৈয়দপুরের অধ্যক্ষ ও লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন শফিয়ার রহমান সরকার, সদ্য প্রাক্তন সভাপতি লায়ন সাজ্জাদ হোসেন, লায়ন্স ক্লাবের সম্পাদক লায়ন সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ লায়ন মশিউজ্জামান শৈবাল, লায়ন্স স্কুল এন্ড কলেজ সৈয়দপুরের উপাধ্যক্ষ লায়ন মোঃ শফিউল আলম। ত্রাণ হিসেবে এক হাজার টাকার প্রতিটি প্যাকেজে ছিল ৭কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি লবন, ১লিটার সয়াবিন তেল ও ৩কেজি আলু।

লায়ন্স স্কুল এন্ড কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী রিফাত, রবি, ফ্লোরেন্স, কার্নিজসহ কয়েক জন শিক্ষার্থী এবারে বন্যা দূর্গতদের সাহায্যে এগিয়ে আসার জন্য প্রথম কার্যক্রম শুরু করেন। পরে লায়ন্স স্কুল এন্ড কলেজ সৈয়দপুর, অন্যাণ্য শিক্ষার্থী ও লায়ন্স ক্লাব তাদের সাথে একাত্মতা ঘোষনা করে বন্যার্তদের সহযোগীতা করার জন্য এগিয়ে আসেন। এতে নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর ও লায়ন্স স্কুল এন্ড কলেজের সভাপতি লায়ন রেয়াজুল আলম রাজু(এমজেএফ) সমন্বয়কারী হিসেবে সহযোগীতা করেন বলে লায়ন্স ক্লাব সৈয়দপুরের রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ আব্দুল মান্নান জানিয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121273 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 02:24:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group