• হোম > বিনোদন > এবার বিয়ে ছাড়াই সংসার করবেন রাখি!

এবার বিয়ে ছাড়াই সংসার করবেন রাখি!

  • বুধবার, ৬ জুলাই ২০২২, ১১:৫০
  • ৩৭৮

 ছবি: সংগৃহীত

নতুন প্রেমে মজেছেন বলিউডের ‘মির্চি গার্ল’ রাখি সাওয়ান্ত। তার নতুন প্রেমিকের নাম আদিল ডুরানি। নতুন প্রেমিকের মধ্যে প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছেন এই ড্রামা কুইন। আর তাই বিয়ে না করেই প্রেমিকের সঙ্গে দুবাইয়ে সংসার গোছাতে চলেছেন তিনি।

রাখি জানান, ‘মুম্বাইয়ের তুলনায় দুবাইয়ের ফ্ল্যাট অনেক সস্তা। আদিল প্ল্যান করেছে দুবাইয়ে ১০টা অ্যাপার্টমেন্ট কেনার। সেই অ্যাপার্টমেন্টের একটাতেই আমরা নতুন সংসার শুরু করব।’

তিনি আরও জানান, ‘আদিলের সঙ্গে খুব ভালো আছি। বিয়ে করার দরকার নেই। বেকার বিয়ে করব কেন!’

বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা রাখির রুটিনে পরিণত হয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে রাখি জানান, ‘রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। সে সময় আদিল আমার জীবনে আসে। প্রথম দেখা হওয়ার একমাসের মধ্যেই সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তবে আমি এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না। আমার মনে হয় সৃষ্টিকর্তা ওকে (আদিল) আমার কাছে পাঠিয়েছে।’

রাখি-আদিলের প্রেম বেশ জমে উঠেছে। ইতোমধ্যে ব্যবসায়ী প্রেমিক রাখিকে বিএমডব্লিউ কিনে দিয়েছেন। কিন্তু আদিলের পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। ফলে এই সম্পর্ক নিয়ে খানিকটা সংশয়ে আছেন রাখি।

তিনি জানান, ‘আদিলের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে। কারণ, আমি সিনেমা, টিভি ইন্ডাস্ট্রিতে খুব গ্ল্যামারাস ব্যক্তি। আমার সাজগোজ ওর (আদিল) পরিবারের অপছন্দ। আর এ কারণে ওর বাড়িতে ঝামেলাও হয়েছে। তবে প্রয়োজনে আমি নিজেকে বদলাতে রাজি আছি। যদিও ওর দিক থেকে কেউ আমাকে পরিবর্তন করতে বাধ্য করেনি। অনেক কষ্টে ভালোবাসা পেয়েছি। আশা করি, আদিলের পরিবার আমাকে মেনে নেবে।’

সূত্র: সংবাদ প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121325 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 05:20:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group