• হোম > সৃষ্টিশীল ব্যক্তিত্ব > রবার্ট ম্যাথিউ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন স্থপতি রফিক আজম

রবার্ট ম্যাথিউ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন স্থপতি রফিক আজম

  • বুধবার, ৬ জুলাই ২০২২, ১৩:০০
  • ৩৪৫৪

 ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথিতযশা স্থপতি রফিক আজম কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২২ সালের রবার্ট ম্যাথিউ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন। স্থপতিজীবনের সব অবদানের জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এ তথ্য জানিয়েছে।

পাঁচ সদস্যের জুরি বোর্ড এই পুরস্কারের জন্য স্থপতি রফিক আজমকে বিজয়ী হিসাবে মনোনীত করেন।

তারা হলেন, স্থপতি সাইফ উল হক (এশিয়া), স্থপতি জোনাথন মিজি (ইউরোপ), স্থপতি জেনিফার স্মিথ (আমেরিকা), অধ্যাপক আলফ্রেড ওমেনিয়া (আফ্রিকা) এবং স্থপতি লিজ ওয়ালশ (ওশেনিয়া)।

স্থপতি ও স্থাপত্য প্রতিষ্ঠানকে প্রায় চল্লিশ বছর ধরে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এত দীর্ঘসময়ে এ পুরস্কারে ভূষিত হয়েছেন মাত্র আটজন। স্থপতি রফিক আজমের আগে এ পুরস্কার পেয়েছেন ভারতের বালকৃষ্ণ দোশি ২০০৩ সালে, মালয়েশিয়ার টি আর হামজাহ এবং ইয়াং ২০০০ সালে, অস্ট্রেলিয়ার গ্রেগ বার্গেস আর্কিটেক্টস ১৯৯৭ সালে, যুক্তরাজ্যের ইয়ান রিচি আর্কিটেক্টস ১৯৯৪ সালে, যুক্তরাজ্যের হ্যাম্পশায়ার কাউন্টি কাউন্সিল ১৯৯১ সালে, ভারতের রাজ রেওয়াল ১৯৮৯ সালে, যুক্তরাজ্যের অরূপ অ্যাসোসিয়েটস ১৯৮৫ সালে এবং ১৯৮৩ সালে অস্ট্রেলিয়ার ফিলিপ কক্সের মতো প্রখ্যাত স্থপতি ও স্থাপত্য প্রতিষ্ঠান এ পুরস্কার পেয়েছিলেন।

কমনওয়েলথভুক্ত দেশগুলোতে স্থাপত্যের উন্নয়নে উদ্ভাবনী অবদানের স্বীকৃতিস্বরূপ রবার্ট ম্যাথিউ পুরস্কারের প্রচলন করা হয়। এসব দেশ বা অঞ্চলের বিশেষত্ব স্থাপত্য চর্চায় প্রাসঙ্গিক রেখে অসামান্য অবদানের জন্য স্থপতিদের লাইফ টাইম অ্যাচিভমেন্টের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।

সিএএ জানায়, আগামী ৮ আগস্ট ত্রিনিদাদ-টোবাগোতে সিএএ’র সাধারণ পরিষদে স্থপতি রফিক আজমের কাছে এই পুরস্কার হস্তান্তর করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121337 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 02:09:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group