• হোম > বিনোদন > রাজনীতিতে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার?

রাজনীতিতে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার?

  • বুধবার, ৬ জুলাই ২০২২, ১৫:১৭
  • ৪১৩

ছবি: সংগৃহীতবলিউডে প্রথম শ্রেণির তারকাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার। নিজের প্রায় প্রতিটি ছবির মাধ্যমে তিনি সামাজিক বার্তা দেয়ার চেষ্টা করেন। ‘প্যাডম্যান’, টয়লেট এক প্রেম কথা এমন অনেক ছবি রয়েছে লিস্টে। সেখান থেকেই জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। সূত্র: আন্দনবাজার পত্রিকা।

ভারতে তারকাদের রাজনীতিতে যোগ দেয়া নতুন কিছু নয়। এর আগে অনেক অভিনেতা-অভিনেত্রী রাজনীতির খাতায় নিজের নাম লিখিয়েছেন। দর্শকেরা ভাবছেন তবে কি এবার সেই তালিকায় নিজের নাম লেখাবেন অক্ষয়!

সম্প্রতি মুম্বাইয়ের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অক্ষয় কুমার। তাকে প্রশ্ন করা হয়েছিল যে রাজনীতিতে যোগ দিচ্ছেন কিনা। প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি তার ছবির জগতে খুব ভালো আছেন। সবসময় চেষ্টা করেন ছবির মাধ্যমে নতুন কোনো সামাজিক বার্তা দিতে।

অক্ষয়ের হাতে এখন এক সারি ছবির কাজ। ‘রক্ষাবন্ধন’ ছাড়াও রয়েছে ছবির লম্বা তালিকা। ইতোমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে চারটি ছবির। ‘সেলফি’, ‘বড়ে মিঁয়া ছোটে মিঁয়া’, ‘মিশন সিন্ড্রেলা’, ‘হেরা ফেরি ৩’। আর কিছু দিন পর মুক্তি পেতে চলেছে ‘রক্ষাবন্ধন’।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121369 ,   Print Date & Time: Thursday, 27 November 2025, 06:41:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group