• হোম > জাতীয় > ঈদে নৌযানেও মোটরসাইকেল বহন নিষিদ্ধ

ঈদে নৌযানেও মোটরসাইকেল বহন নিষিদ্ধ

  • বুধবার, ৬ জুলাই ২০২২, ১৯:০৯
  • ৪১৪

ঈদে নৌযানেও মোটরসাইকেল বহন নিষিদ্ধ

ঈদের আগের পাঁচদিন ও পরের পাঁচদিন নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে সরকার। বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে রাখতে বেশ কঠোর সরকার। ঈদের আগে ও পরে সাতদিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না বলে আগেই নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এছাড়া সম্প্রতি চালু হওয়া পদ্মা সেতু দিয়েও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সড়ক দুর্ঘটনার রোধেই মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121385 ,   Print Date & Time: Wednesday, 29 October 2025, 09:41:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group