• হোম > খেলা > বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইমরানুর

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইমরানুর

  • বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২, ১০:১৬
  • ৪৮০

ছবি: সংগৃহীতআগামী ১৪ থেকে ২৫শে জুলাই যুক্তরাষ্ট্রের ওরিগনে অনুষ্ঠিত হবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান অংশ নেবেন এই চ্যাম্পিয়নশিপে। লন্ডন প্রবাসী এই বাংলাদেশি স্প্রিন্টার আগামী ১২ই জুলাই যাবেন যুক্তরাষ্ট্রে।

১৫ই জুলাই বাংলাদেশ সময় রাত দেড়টায় তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দৌড়াবেন ১০০ মিটার স্প্রিন্টে। আন্তর্জাতিক এই অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ইমরানুর রহমানের সঙ্গে থাকছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। গত জানুয়ারিতে প্রথমবারের মতো জাতীয় অ্যাথলেটিকসে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর জার্সিতে ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হন তিনি। ২২ বছরের রেকর্ড ভেঙেছেন তিনি। ইলেকট্রনিক স্কোরবোর্ডে ১০.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেন ২৮ বছর বয়সী এই অ্যাথলেট। ইলেকট্রনিক স্কোরবোর্ডে এটাই বাংলাদেশের রেকর্ড টাইমিং। ১৯৯৯ সালে প্রয়াত মাহবুব আলম ১০.৫৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলেন।

দেশে হ্যান্ড টাইমিংয়ের রেকর্ড ইসমাইলের, ২০১৯ সালে ১০.২০ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121409 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 07:53:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group