• হোম > রংপুর > ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে বাড়ী ভস্মীভূত

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে বাড়ী ভস্মীভূত

  • বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২, ১৬:১০
  • ৪৪১

---

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ১টি বাড়ী পুড়ে গেছে। বুধবার (০৬ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মৃত বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে রাকিবুল ইসলামের বাড়ী পুড়ে যায়।
রাকিবুল ইসলাম জানান, আগুনে তার নগদ ১ লাখ টাকা, দুই ভরি সোনার গহনা, তিন কক্ষ বিশিষ্ট ৫০ হাত লম্বা একটি টিনসেট ঘর, আসবাপত্রসহ তার পিতার মুক্তিযোদ্ধা সনদ, জমির দলিল ও অন্যান্য সার্টিফিকেট পুড়ে গেছে। অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ইমন মিয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121449 ,   Print Date & Time: Tuesday, 14 October 2025, 10:05:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group