• হোম > জাতীয় > একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রত্নতাত্ত্বিক এনামুল হক আর নেই

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রত্নতাত্ত্বিক এনামুল হক আর নেই

  • সোমবার, ১১ জুলাই ২০২২, ০৫:৫৯
  • ৩৬১

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রত্নতাত্ত্বিক এনামুল হক

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক অধ্যাপক ড. এনামুল হক মারা গেছেন। রোববার বিকেলে রাজধানীতে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. এনামুল হকের সহকর্মী (রিসার্চ ফেলো) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্যার সকাল থেকে কোরবানির যাবতীয় কাজ তত্ত্বাবধান করে দুপুরে খেয়ে ঘুমাতে যান। ঘুমের মধ্যে সাড়া না পেয়ে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, এনামুল হক ১৯৩৭ সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস-প্রত্নতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ এশিয়ার শিল্প বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৬২ সালে তৎকালীন ঢাকা জাদুঘরে যোগদান করে এনামুল হক। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকা জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরে রূপান্তর হলে প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক হিসেবে যোগ দেন তিনি।

কাজের স্বীকৃতি হিসেবে ড. এনামুল হক ২০১৭ সালে একুশে পদক ও ২০২০ সালে স্বাধীনতা পদক এবং ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত হন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121453 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 07:13:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group