• হোম > বরিশাল > ২ লঞ্চের চাপায় পা হারালেন ২ ব্যক্তি

২ লঞ্চের চাপায় পা হারালেন ২ ব্যক্তি

  • শুক্রবার, ১৫ জুলাই ২০২২, ২৩:৩৩
  • ৫৩০

২ লঞ্চের চাপায় পা হারালেন ২ ব্যক্তি

পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জাহিদ-৮ ও রাসেল-১ লঞ্চের চাপায় পা হারিয়েছেন দুই ব্যক্তি।

শুক্রবার (১৫ জুলাই) রাত ৯ টায় বাঁশবাড়িয়া লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাসেল-১ লঞ্চের সাথে ঘাট করে যাত্রী উঠানো অবস্থায় দুই লঞ্চের চাপে ৩ জন গুরুতর আহত হয়েছেন।

এক জনের পা কাটা পড়েছে, অন্যজনের পায়ের ৮০% ক্ষতিগ্রস্ত হয়েছে।

তৃতীয় ব্যক্তির পায়ে চাপ লাগলেও বড় ধরনের ক্ষতি হয়নি।

আহত অবস্থায় তাদের দশমিনা হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকা পাঠানো হয়েছে।

যাত্রীরা জানিয়েছেন, রাঙ্গাবালী কোড়ালিয়া লঞ্চঘাট থেকে প্রচুর যাত্রী নিয়ে ছেড়ে আসে জাহিদ-৮ লঞ্চটি। চরকাজল ঘাট থেকে লঞ্চটিতে পরিপূর্ণ করে যাত্রী উঠানো হয়েছে। তারপর আরো ৪ ঘাট থেকেও অতিরিক্ত যাত্রী উঠানো হয় ।

লঞ্চের ছাদেও কোন ফাঁকা নেই যাত্রীতে ভরপুর। এমনকি সিড়িতে এবং লঞ্চের পাশে যাত্রীরা দাঁড়িয়ে আছে।

এভাবে যাত্রী নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

শুধু জাহিদ-৮ নয় এই রুটের প্রতিটি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হয় বলে জানিয়েছেন যাত্রীরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121479 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 10:31:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group