• হোম > বরিশাল | বাংলাদেশ > সাগরে ভেসে আসা সেই বার্জের পরিচয় মিলেছে

সাগরে ভেসে আসা সেই বার্জের পরিচয় মিলেছে

  • শনিবার, ১৬ জুলাই ২০২২, ১২:১৫
  • ৪৫০

ছবি: সংগৃহীতভোলার চরফ্যাশনে বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের চরনিজামের বঙ্গোপসাগর মোহনায় ভেসে আসা বার্জের (ছোট আকারের জলযান) পরিচয় মিলেছে। বৈরী আবহাওয়ার কারণে ‘এ এম অ্যাকুয়ার্ড’ নামে জাহাজ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে সাগরে ভেসে আসে।

বার্জটি বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের চরমানিকা কোস্টগার্ডের সদস্যদের নিরাপত্তায় রয়েছে। ভোলা থেকে কোস্টগার্ডের আরও ১০ সদস্যের একটি টিম সেখানে যাচ্ছে আজ শনিবার। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, বার্জটি ভারত থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের চলমান কাজের উদ্দেশ্যে বাংলাদেশে আসছিল। পথে বৈরী আবহাওয়ায় কারণে সাগরে বিচ্ছিন্ন হয়ে যায় এটি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদস্যরা বার্জটির মালিক ও কাগজপত্রের খোঁজ-খবর নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। বার্জটিতে একটি ভেকু, একটি পাথর ভাঙার মেশিন ও ১৩ হাজার মেট্রিক টন পাথর ছিল। বার্জটি বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের চরমানিকা কোস্টগার্ড সদস্যরা নিরাপত্তায় রেখেছে। ভোলা জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে উপজেলার চরনিজাম এলাকায় বঙ্গোপসাগরে ‘আল কুবতান’ নামের একটি বার্জ সাগরে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয় ঢালচর ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে তারা বার্জের বিষয়ে তৎপর হয়।

স্থানীয়রা জানান, নাবিক ও জনমানবহীন জাহাজটির ওপরের অংশ খোলা। বার্জে পাথর বোঝাই ছিল। এতে একটি ভেকু মেশিন, পাথর ভাঙার মেশিন ও আরও অন্যান্য প্রয়োজনীয় মালামাল ছিল। বৃহস্পতিবার জনমানবহীন চরনিজামের অদূরে আটকা এই বার্জের অনেক মালামাল স্থানীয়রা ট্রলারযোগে লুটপাট করে নিয়ে গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121481 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 12:02:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group