• হোম > বিনোদন > শাকিবের দাবি, বিগ বাজেটের সিনেমাকে পেছনে ফেলেছে ‘গলুই’

শাকিবের দাবি, বিগ বাজেটের সিনেমাকে পেছনে ফেলেছে ‘গলুই’

  • শনিবার, ১৬ জুলাই ২০২২, ১৪:৪৭
  • ৪৮১

ছবি: সংগৃহীতগত ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়া ‘গলুই’ সিনেমার প্রিমিয়ার হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে। বাংলাদেশ সময় শনিবার ভোরে এই প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির নায়ক শাকিব খান।

আয়োজনে উপস্থিত হয়ে শাকিব খান বলেছেন, ‘আমরা মূলত গ্রামের মানুষ। শহর এখন উন্নত হচ্ছে, শেকড় তো গ্রাম। ‘গলুই’ হচ্ছে আমার পছন্দের এমন একটা সিনেমা, একটা নিটোল গ্রামের, নিটোল প্রেমের সিনেমা। যে সিনেমাটা আমাকে পেছনে নিয়ে গেছে।’

শাকিব খান আরও দাবি করেছেন, “সিনেমাটা গেল রোজার ঈদে মুক্তি পাওয়ার পর অনেকেই বলেছিল এই সময়ে এসে সেই আশি-নব্বই দশকের গল্প, এটা নেই ওটা নেই; আধুনিকায়নের কোনও ছোঁয়া নেই, বিশালত্ব নেই, কিন্তু সিনেমা রিলিজের পর এমন হয়েছে, চিত্র পাল্টে গেছে। অনেক বিশাল বিশাল অর্থের সিনেমাকে পেছনে ফেলে এগিয়ে গেছে ‘গলুই’। অনেক বিশাল বিশাল মানুষ বলেছে ভাই… আবার সেই নস্টালজিয়ায় ফিরে গেছি…।”

প্রিমিয়ারে আরও উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, চিত্রনায়ক ইমন, শামীম শাহেদসহ অনেকে।

এর মধ্য দিয়ে প্রথম বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেল শাকিব খান অভিনীত সিনেমা ‘গলুই’। সিনেমায় তাঁর বিপরীতে প্রথম অভিনয় করেছেন পূজা চেরি।

জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে ‘গলুই’ সিনেমার। এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটির প্রদর্শন হবে বলে সংবাদ বিবৃতিতে জানিয়েছে বায়োস্কোপ ফিল্মস।

সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউইয়র্কে গেছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক। গত ঈদুল ফিতরে বাংলাদেশে ‘গলুই’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121524 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 07:16:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group