• হোম > আন্তর্জাতিক > শিশুরা সকাল ৭টায় স্কুলে যেতে পারলে বিচারকদের দেরি কেন?

শিশুরা সকাল ৭টায় স্কুলে যেতে পারলে বিচারকদের দেরি কেন?

  • শনিবার, ১৬ জুলাই ২০২২, ১৫:৪৫
  • ৪২৬

 

ভারতের সুপ্রিম কোর্টশিশুরা যদি সকাল ৭টার সময় স্কুলে যেতে পারে, তাহলে বিচারপতিরা কেন সকাল ৯টার মধ্যে আদালতে পৌঁছাতে পারবেন না? এ প্রশ্ন তুলেছেন ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার এ প্রশ্ন তোলেন বিচারপতি ইউইউ ললিত।

গতকাল ভারতের শীর্ষ আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টায় শুরু করেন বিচারপতি ললিত, এস রবীন্দ্র ও শুধাংশু ধুলিয়া। দেশটির আদালত সাধারণত সকাল সাড়ে ১০টায় শুরু হয়। কিন্তু এক ঘণ্টা আগে কাজ শুরুর বিষয়েই এমন মন্তব্য বিচারপতির।

বিচারপতি ললিত বলেন, ‌‌’আমার মনে হয়, আমাদের সকাল ৯টা থেকে কাজ শুরু করা উচিত। আমি তো সবসময় বলি, আমাদের সন্তানরা সকাল ৭টার সময় স্কুলে যায়। তাহলে আমরা কেন সকাল ৯টায় আদালতে পৌঁছতে পারব না।

সম্প্রতি একটি জামিনের মামলায় শুনানির সময় বিষয়টি তুলেছিলেন মুকুল রহতোগি। তখন সময়ের কথা বলেন বিচারপতি।

বিচারপতি ললিত বলেন, আমরা যদি প্রতিদিন আগে কাজ করতে শুরু করি, তাহলে আমরা আগে কাজ শেষ করতে পারব। তাহলে আমরা পরে বিকালের দিকে কেস ফাইল পড়তে পারব।

তিনি বলেন, আমরা সকালে ৯টায় কাজ শুরু করতে পারি, তারপর সাড়ে ১১টা নাগাদ আমরা বিরতি নিতে পারি, তারপর দুপুর ২টার মধ্যে কাজ শেষ করে নিতে পারি। এর আমরা বিকেলের দিকে কেস ফাইল পড়ার জন্য সময় দিতে পারি। সেক্ষেত্রে আমাদের উচিত হবে সকালে কাজ শুরু করা।

সূত্র : জি নিউজ


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121539 ,   Print Date & Time: Sunday, 11 May 2025, 08:12:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group