• হোম > জাতীয় > আজ চারটি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে ইসি

আজ চারটি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে ইসি

  • রবিবার, ১৭ জুলাই ২০২২, ১০:১২
  • ৪২৫

প্রতীকী ছবিদ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আজ রোববার (১৭ জুলাই) থেকে নির্বাচনী সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এই সংলাপ চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

আজ চারটি রাজনৈতিক দলের সাথে সংলাপ বসবে ইসি। দলগুলো হলো, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে সংলাপ। প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জন্য সংলাপে দুই ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বাকি দলগুলোর জন্য এক ঘণ্টা সময় নির্ধারণ করেছে ইসি।

প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন। ৩১ জুলাই শেষ দিনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে সংলাপে বসবে ইসি। আর ২০ জুলাই বিকেলে বিএনপির সঙ্গে সংলাপের সময় রেখেছে নির্বাচন কমিশন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121565 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 10:52:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group